বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

টইটই ৬ষ্ঠ বর্ষপূর্তি অ্যাওয়ার্ড পেলেন সাকী মাহবুব

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪২
ছবি: যায়যায়দিন

শিশু সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় টইটই ৬ষ্ঠ বর্ষপূর্তি অ্যাওয়ার্ড পেলেন রাজবাড়ী পাংশার মুছিদাহ গ্রামের কৃতিসন্তান কবি ছড়াকার ও গবেষক সাকী মাহবুব।

গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বাংলা একাডেমির উপ পরিচালক বিশিষ্ট গবেষক ড: শাহেদ মুন্তাজ এবং সাবেক অতিরিক্ত সচিব মোতাহার হোসেনসহ প্রমুখ ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টইটই পত্রিকার প্রধান সম্পাদক আজহারুল ইসলাম আল আজাদ সঞ্চালনা করেন টি মনি খান রিনু।অনুষ্ঠানে সারাদেশ থেকে বিভিন্ন কবি সাহিত্যিক ও সাহিত্য বোদ্ধারা অংশ গ্রহণ করেন। সাকী জাতীয় দৈনিক সহ বিভিন্ন পত্র পত্রিকায় সমসাময়িক বিষয় নিয়ে ইসলামি মুল্যবোধ জাগ্রত করতে প্রতিনিয়ত লিখে যাচ্ছেন।

তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুনিজন সম্মাননাসহ বিভিন্ন সম্মাননা গ্রহণ করেছেন। একই অনুষ্ঠানে পাংশা সিদ্দিকয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো রফিকুল ইসলাম, খোকসার কৃতি সন্তান বাংলাদেশ ভুমির সম্পাদক বিশিষ্ট লেখক কবি খোন্দকার জাহাঙ্গীর হুসাইন একই সন্মাননা গ্রহণ করেন।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে