বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ১৪:১৪
ছবি: যায়যায়দিন

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ২৯ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসার পাঁচজন হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে।

গত শুক্রবার লাকসাম দক্ষিণ বাইপাস জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে নাছির উদ্দিন ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় হিফজুল কুরআন চুড়ান্ত প্রতিযোগিতায় কুমিল্লা জোন-২ এর আওতায় লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, লালমাই, বরুড়াসহ ৬ উপজেলার ৬০টি প্রতিষ্ঠানের ১৮০ জন হাফেজ ওই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৩৫ জন হাফেজকে পুরস্কৃত করা হয়েছে।

প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান শায়েখ হাফেজ আবদুল হক।

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা ইয়াকুব এর সভাপতিত্বে ও জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাছির উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মো: গোলাম ফারুক, লাকসাম উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ, লাকসাম কওমি মাদরাসা সংগঠনের সভাপতি মাওলানা মো: আবুল খায়ের, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইন্জিনিয়ার মঈনুল হক মজুমদার মিঠু, সাপ্তাহিক লাকসাম পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো: নুর উদ্দিন জালাল আজাদ, সাংবাদিক মো:শহিদুল ইসলাম শাহীন প্রমুখ।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে