শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ঠাকুরগাঁওয়ে ‘ধামের গানের’ উৎসব

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ০১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২
ঠাকুরগাঁওয়ে ‘ধামের গানের’ উৎসব
ছবি: যায়যায়দিন

ইউনেস্কো ও জাতীয় যাদুঘরের সহযোগিতায় ২ দিন ব্যাপি ‘ধামের গানের’ উৎসব অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে।

ঠাকুরগাঁওয়ের বালিয়ার সোনাপাতিলা প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘গিদরী বাউলি’র পক্ষে সোনাপাতিলার গ্রামবাসী এই আয়োজন করে। আয়োজনে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ জাতীয় যাদুঘর ও ইউনেস্কো।

সারাদেশের ৮টি বিভাগের ৮টি অঞ্চলের লোকসংস্কৃতিকে নিয়ে বাংলাদেশ জাতীয় যাদুঘর ও ইউনেস্কো কালচারাল সেন্টার এই আয়োজন করে। ঠাকুরগাঁও তথা বৃহত্তর দিনাজপুর অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংগীত ‘ধামের গান’ আয়োজনের দায়িত্ব পায় সাংস্কৃতিক সংগঠন ‘গিদরী বাউলী’ ।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় যাদুঘরের পক্ষে ড. শওকত ইমাম খান, আব্দুল হাসনাথ, ফজলে রাব্বি, মাজহার রহমান শাহ এবং গিদরী বাউলি সাংস্কৃতিক সংগঠনের পক্ষে প্রখ্যাত চিত্রশিল্পী কামরুজ্জামান স্বাধীন, সালমা জামাল মৌসুম, সাইদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপভোগের জন্য দর্শকদের ছিল উপচে পড়া ভীড় ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে