শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বুবলীর ফোনে শাকিবের নাম্বার কী নামে সেভ করা ?

যাযাদি ডেস্ক
  ০৪ জুলাই ২০২৫, ১০:৪৩
বুবলীর ফোনে শাকিবের নাম্বার কী নামে সেভ করা ?
শাকিব খান, শবনম বুবলী

বেশিরভাগ মানুষ ভালোবাসার মানুষের একটি পছন্দসই নাম দিয়ে নেন। চিত্রনায়িকা শবনম বুবলীও ব্যতিক্রম নন। তিনি তার ভালোবাসার মানুষ চিত্রনায়ক শাকিব খানকে কি নামে ডাকেন জানেন?

একটি সাক্ষাৎকারে শবনম বুবলীকে প্রশ্ন করা হয়েছিলো, শাকিব খানকে আপনি কী নামে ডাকেন?—বুবলী হেসে দিয়ে সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তারপর প্রশ্ন করা হয় ‘আপনার ফোনে শাকিব খানের ফোন নম্বর কী নামে সেভ করা আছে?’—বুবলী হেসে উত্তর দেন, ‘হোম’ নামে সেভ করা করা আছে।

‘হোম’ অর্থ বাড়ি। আর বাড়ি মানে আশ্রয়স্থল। কে কার কতটুকু আশ্রয়স্থল হতে পারলো সে গল্প অনেকটা রহস্যমোড়ানো। তবে এক সময় উথাল-পাথাল প্রেমে মজেছিলেন দুইজন। সে সময় শাকিব খানও বুবলীকে ভালোবেসে নাম দিয়েছিলেন।

শাকিব খান বুবলীকে ভালোবেসে কী নামে ডাকতেন—এমন প্রশ্নের জবাবে বুবলী জানিয়েছেন, ‘‘এটা শাকিবের মুডের ওপর নির্ভর করে। বেশির ভাগ সময়ই বুবলী বলে ডাকতেন। কখনো কখনো আদর করে লক্ষ্মী বলেও ডাকতেন।’’

উল্লেখ্য, শাকিব খান বুবলীর সম্পর্ক এখন অনেকটাই শীতল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে