বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

লামায় বোরো ধানের বীজ পেল ১ হাজার ১৫০ কৃষক

লামা (বান্দরবান) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৬
লামায় বোরো ধানের বীজ পেল ১ হাজার ১৫০ কৃষক
ছবি: যায়যায়দিন

বান্দরবানে লামা উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধান (হাইব্রীড) বীজ বিতরণ অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষের বিকল্প ফসল আবাদের জন্য ১,১৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ২ কেজি করে ২ হাজার ৩শত কেজি বোরো বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী আক্তার তারনা। এ সময় কৃষি কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিত বড়ুয়া, উপ সহকারী কৃষি কর্মকর্তা গৌপন চৌধুরী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে