বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কাতারে ওয়ার্ল্ড ম্যাথমেটিকস চ্যাম্পিয়নশিপে সাফল্য লামার উছাইওয়াং 

মংছিংপ্রুে মার্মা, লামা (বান্দরবান) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৫
কাতারে ওয়ার্ল্ড ম্যাথমেটিকস চ্যাম্পিয়নশিপে সাফল্য লামার উছাইওয়াং 
ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথমেটিকস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বান্দরবানের লামা উপজেলার কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র উছাইওয়াং মার্মা রৌপ্য পদক অর্জন করেছে। গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর গণিতের আর্ন্তজাতিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কোয়ান্টাম কসমো স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুর হোসেন জানান, কাতারের রাজধানী দোয়ায় অনুষ্ঠিত গণিতের আর্ন্তজাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস চ্যাম্পিয়নশিপ এর ১২তম আসরে বাংলাদেশ গণিত টিম অংশ গ্রহন করে। এ দলের একজন সদস্য হিসেবে কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র উছাইওয়াং মার্মা রৌপ্য পদক অর্জন করে। এর আগে জাতীয় পর্যায়ে গণিত প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুলের চার ছাত্র বিজয়ী হয়। সেখান থেকেই আর্ন্তজাতিক আসরের জন্যে চুড়ান্ত ভাবে নির্বাচিত হয় উছাইওয়াং মার্মা।

উল্লেখ্য, কোয়ান্টাম কসমো স্কুলে দেশের নানা প্রান্ত থেকে আসা অসহায় অথবা এতিম শিশুরা লেখাপড়া করে। এটি একটি আবাসিক স্কুল। ২০১৬ সালে উছাইওয়াং এই স্কুলে শিশু শ্রেণিতে ভর্তি হয়। বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলের পিতৃহীন এই শিশুর অভিভাভক হলেন তার মা এবং নানি। তারা উছাইওয়াং এর অর্জনের জন্যে স্কুল এবং স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে