বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নানিয়ারচরের বুড়িঘাট বাজার ঘাটের সড়কটির বেহাল দশা

মো: নাজমুল হোসেন রনি, নানিয়ারচর (রাঙ্গামাটি)
  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২
নানিয়ারচরের বুড়িঘাট বাজার ঘাটের সড়কটির বেহাল দশা
ছবি: যায়যায়দিন

রাঙ্গামাটি নানিয়ারচরের বুড়িঘাট বাজার সড়কটির বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা জরাজীর্ণ এ সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তারপরও বেহাল এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি।

স্থানীয় মেম্বার মো: মিজানুর রহমান জানান, এটি আনারস লোড আনলোড ঘাট এছাড়াও সব ধরনের সড়ক পথের যোগাযোগের একমাত্র ভরসা এই সড়কটি। এছাড়াও গুরুত্বপূর্ণ এই সড়কটিতে অন্তত ১৫ গ্রামের মানুষের একমাত্র চলাচলের রাস্তাও এটি। কিন্তু ব্যবসা-বাণিজ্যের আমদানি-রফতানি পণ্য পরিবহনে ১ কিলোমিটারের এ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে এই সড়কে প্রতিদিন চলাচল করছে, বাস, ট্রাকসহ কয়েক শত যানবাহন। এতে প্রায়ই দুর্ঘটনাসহ ভোগান্তির শিকার হচ্ছে চালক ও যাত্রীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পণ্যবাহী ট্রাক চলাচল করায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিছু স্থানে আবার উঠে গেছে সড়ক ইট। ফলে রাস্তায় প্রায় নষ্ট হচ্ছে পণ্যবাহী আনারসের ট্রাক। নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ।

সড়কটি সংস্কার করা অতীব জরুরি ট্রাকচালক মো: মোস্তফা জানান, খুব সতর্কতার সঙ্গে মালবাহী ট্রাক নিয়ে চলতে হয়। একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটছে। সড়কটির বেহাল দশার কারণে অনেক চালক এই ঘাটে আনারস পরিবহন করতে আগ্রহী হচ্ছেন না। কারণ হিসেবে তিনি বলেন, ১ কিলোমিটার রাস্তা জীবনের ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছে । আমরা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানাই।

অন‍্যদিকে স্থানীয় আনারস ব‍্যবসায়ী কালমনি চাকমা জানান, বুড়িঘাট ঘাটের আশেপাশের মিনিমাম পনেরটি গ্রামের ফলমূল আনারস,কলা,কৃষিজপন‍্য উঠানামার একমাত্র স্থান এইটি,এই রাস্তাটি দ্রুত মেরামত না করা গেলে আমাদের অনেক ক্ষতি হবে,ঝুকি নিয়ে ট্রাকগুলো লোড আনলোড করা হয়,অনেক সময় ভাঙা রাস্তার ঝাকুনিতে ফল গুলো থেতলে নষ্ট হয়,এতে আমাদের ব‍্যবসায় ক্ষতি হয়। কতৃপক্ষ যদি এই সড়কটি দ্রুত মেরামত করলে সকলের উপকার হবে।

ঢাকার স্থানীয় আনারস ব‍্যবসায়ী মো: জাহাঙ্গীর আলম জানান, এই ঘাটের আশেপাশের আনারস চাষিদের থেকে সরাসরি ফল সংগ্রহের একমাত্র মাধ‍্যম এই নদীর ঘাট ও সড়ক, আমারা সরাসরি ফল সংগ্রহ করে বেচা বিক্রিতে লাভভান হই,তবে এবারে রাস্থার বেহাল দশায় তেমন আনারস কেনা হচ্ছে না। অনেকেই এই সমস্যার কারনে চাষিদের আনারস নিতে চাচ্ছে না, এরফলে চাষিরা ন‍্যায‍্যমূল‍্য ও ক্ষতিগ্রস্ত হতে পারে। রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।

যাযাদি/ এসএম

নানিয়ারচরের বুড়িঘাট বাজার ঘাটের সড়কটির বেহাল দশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে