খেলাপি ঋণ আদায়, নতুণ ঋণ বিতরণ ও বৈদেশিক রেমিট্যান্স আহরণ সংক্রান্ত বিশেষ কর্মসূচি উপলক্ষে শরীয়তপুরের গোসাইরহাটে ন্যাশনাল ব্যাংক শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার সময় ন্যাশনাল ব্যাংকে গ্রাহক সভা অনুষ্ঠিত হয়েছে৷
দেওয়ান মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংকের শরীয়তপুর আঞ্চলিক প্রধান, ইসকান্দার আলী ফকির৷
অতিথিদের বক্তব্য বলেন, ব্যাংকের ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা সংকল্পবদ্ধ’, উল্লেখ করে ঋণ আদায়ের ব্যাপারে তিনি সর্বশক্তি নিয়োগের জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি জানান যে, খেলাপি ঋণ আদায়ের ব্যাপারে গ্রাহকদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জন, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক সেবার মান বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায়সহ বিভিন্ন ব্যবসায়িক কর্মপরিকল্পনার মাধ্যমে ব্যাংকের উত্তরোত্তর উন্নতি করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সংকল্পবদ্ধ হওয়ার নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় আরো উপস্থিত ছিলেন গোসাইরহাট ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার আরিফুজ্জামান, সোহেল সরকার, সহকারী ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, গোসাইরহাট প্রেসক্লাবের সভাপতি কেএম সাইফুল্লাহসহ ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় এসময় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
যাযাদি/এসএস