বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পানছড়ি উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ১১ ডিসেম্বর ২০২৪, ১১:১৭
পানছড়ি উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
ফাইল ছবি

প্রকাশিত হয়েছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা জামাতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই কমিটি প্রকাশিত হয়। বাংলাদেশ জামাতে ইসলামী পানছড়ি উপজেলা কমিটির দায়িত্বশীল সূত্রে জানাযায়, ২০২৫-২০২৬ সেশনের জন্য এই কার্যকারী কমিটি প্রকাশ করা হয়েছে।

আরও জানা যায়, দীর্ঘ ১৫ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন উপজেলা কমিটি প্রকাশ না পেলেও বর্তমানে আগাম বছরের কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ নুরুজ্জামান বলেন, খাগড়াছড়ি জেলা কমিটির বায়তুল মাল সম্পাদক মোঃ আবু ইউসুফ এর নেতৃত্বে উপজেলার দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে আগামী ২০২৫-২০২৬ সালের জন্য উপজেলা কমিটির দায়িত্বশীলগণের নাম ঘোষণা করেন।

বর্তমান সভাপতি মোঃ জাকির হোসেন'কে আবারো সভাপতি, মোঃ আব্দুর রহিম’কে সহ-সভাপতি, হাফেজ মোঃ নুরুজ্জামান'কে

সেক্রেটারী, মাওলানা মোঃ আব্দুল খালেক’কে বায়তুল মাল সম্পাদক ও মোঃ আবুল কাশেম’কে প্রচার সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে