বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রাণীনগরে প্রণোদনার বীজ জব্দ, জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  ১২ ডিসেম্বর ২০২৪, ১৭:৪২
রাণীনগরে প্রণোদনার বীজ জব্দ, জরিমানা
ছবি : যায়যায়দিন

নওগাঁর রাণীনগর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে কৃষি প্রণোদনার ১৬০ কেজি ধান ও ভূট্রার বীজ জব্দ করা হয়েছে। এছাড়া বীজ ক্রেতাকে ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান জানান,কৃষি অফিস থেকে কৃষকদের বিতরনকৃত কৃষি প্রণোদনার ধান ও ভূট্রা বীজ উপজেলার চকমুনু গ্রামের মৃত মুনছুর রহমানের ছেলে বীজ ব্যবসায়ী হাফিজুর রহমান(৪৫) ক্রয় করে মজুত করছেন। কৃষি অফিস থেকে প্রাপ্ত এমন গোপন সংবাদের ভিত্তিতে চকমুনু এলাকায় অভিযান পরিচালনা করে রাস্তার পাশ থেকে ১৫৪কেজি হাইব্রীড ধানের বীজ এবং ছয় কেজি ভূট্রা বীজ জব্দ করা হয়।

এ সময় বীজ ক্রেতা হাফিজুর রহমানকে ২০১৮সালের বীজ আইনের ১১/২৪(২) ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত বীজগুলো এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক কে প্রশ্ন করা হলে তিনি জানান, নিষ্পত্তির জন্য আটককৃত মালামাল গুলো কৃষি অফিসের তত্বাবধানে রাখা হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে