বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সেনবাগে বিএনপির ঢেউটিন বিতরণ

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  ১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৫
সেনবাগে বিএনপির ঢেউটিন বিতরণ
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির ত্রাণ তহবিল থেকে ৮৩টি পরিবারকে ঢেউটিন বিতরণ করলো সেনবাগ উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গসংগঠন।

রবিবার উপজেলার উত্তর শাহাপুরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিন উল্যাহ বিএসসির সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটনের সঞ্চালনায় উক্ত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক তামান্না ফারুক থীমা,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিন উল্যা চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহিদুল হক সবুজ,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ, চটগ্রামস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক লায়ন সাইফুল ইসলাম, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, বিএনপি নেতা শাহাদাত হোসেন তিতুমীর, সাবেক জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহির, ভিপি জাহাঙ্গীর, উপজেলা জাসাসের সভাপতি সহিদ উল্যাহ মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা, পৌর বিএনপির সাবেক সহসভাপতি রহিম উল্যাহ চৌধুরী সুজন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু, মাস্টার সানজিদ কামাল,বিএনপি নেতা খোরশেদ আলম চৌধুরী ফুটন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দীন লিটন, সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল,পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় সাবেক বিরোধী দলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থীমা উপজেলার বিভিন্ন ওয়ার্ডের ৮৩ জন গরীব ও দুস্থদের মাঝে ঢেউটিন গুলো তুলে দেন।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে