নিয়ম লঙ্ঘন করে বিনা অনুমতিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। রোববার সন্ধ্যায় কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্টের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অবৈধভাবে বালু তোলার দায়ে এক ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান এই জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার আগুনমুখা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে একটি চক্র বালু উত্তোলন করছিল। এই তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম শামিম হোসেনের নেতৃত্বে আগুনমুখা নদীতে অভিযান চালানো হয়। অভিযানকালে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় তিনজনকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল ইসলামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান বলেন, একটি গ্রুপ নদী থেকে বিনা অনুমতিতে বালু তুলছিল। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল ইসলামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করার পর মুচলেকা রেখে আটক ব্যক্তি এবং ড্রেজার ছেড়ে দেওয়া হয়।
যাযাদি/ এসএম