বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সেনবাগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  ২৩ ডিসেম্বর ২০২৪, ২২:২৫
সেনবাগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও নুর হোসাইন সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলী আজগর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব গোলাম মাওলা বাবু, প্রধান শিক্ষক এ এন এম শহীদ উল্যাহ,শিক্ষক সমিতির আহবায়ক কমিটির উপদেষ্টা নুর উল্যাহ,আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, সাহাব উদ্দিন ভূঁইয়া, আবদুল জলিল।

খেলায় বালক দল জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ১-০ গোলে পরাজিত করে ও বালিকা দলে উত্তর মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দল জেলা পর্যায়ের টুর্নামেন্টে সেনবাগের প্রতিনিধিত্ব করবে।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে