বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নবাবগঞ্জে বড়দিন উপলক্ষে খৃষ্টধর্মালম্বীদের আর্থিক সহয়তা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৫১
নবাবগঞ্জে বড়দিন উপলক্ষে খৃষ্টধর্মালম্বীদের আর্থিক সহয়তা
ছবি: যায়যায়দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনাজপুরের নবাবগঞ্জে বড়দিন উপলক্ষে উপজেলার খৃষ্টধর্মালম্বীদের সহিত শুভেচ্ছা ও মতবিনিময় সভা ও আর্থিক সহয়তা প্রদান।

মঙ্গলবার (২৪ মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

এসময় আরোও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম ফতে , দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আতিকুর ইসলাম রাজা , দাউদপুর মিশনের সভাপতি পাতরাশ মুর্মু , রংপুর আঞ্চলিক ব্যা্প্িটট চার্জ সভাপতি শ্যামল মার্ডি নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোক্তাদির হোসেন বকুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাজ্জাদ আল মামুন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মশিউদ দৌলা, কৃষক দলের সভাপতি মোঃ কবিরুল ইসলাম বকুল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মুক্তি মাহফুজ , সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।পরে উপজেলা অডিটোরিয়ামে খ্রীষ্টানদের বড়দিন উপলক্ষে মোট ৮০ টি গীর্জায় বিএনপির পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে