বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নাসিরনগরে খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯
নাসিরনগরে খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত
ছবি-যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে বিষয়ভিত্তিক আলোচনা পর্ব ও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রশিক্ষণ মজলিশ শেষ হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সেক্রেটারী গিয়াস উদ্দিনের সঞ্চালনায় মজলিশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহফিনুল হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা শায়েখ কেফায়েত উল্লাহ মাদানী।

এছাড়াও আলোচনা করেন মাওলানা হুসাইন আহমেদ নুরপুরী, মোল্লা মোহাম্মদ, মো. বোরহান ইবনে ফারুকী প্রমূখ।

প্রশিক্ষণে দলের নেতা কর্মীদের দলীয় শৃঙ্খলা ও চরিত্র গঠনের বিষয়ে বিশেষ আলোচনা করা হয়। শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে