বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

লামায় ত্রিপুরা পল্লীতে সংঘঠিত অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

লামা (বান্দরবান) প্রতিনিধি
  ২৭ ডিসেম্বর ২০২৪, ১৮:০৭
লামায় ত্রিপুরা পল্লীতে সংঘঠিত অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
ছবি: যায়যায়দিন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আপনারা আপনাদের অধিকার হাতছাড়া করবেন না। আপনাদের অধিকার নিয়েই আপনারা থাকবেন। এ জায়গা কামড়ে থাকবেন। কারণ এই জায়গা ছাড়া আপনাদের কোন কূল নাই। অগ্নিকান্ডে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই আপনাদেরকে ঘর, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য স্কুল ও পানির ব্যবস্থা করে দেওয়া হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে সম্প্রতি গত ২৫ ডিসেম্বর বান্দরবানে লামা উপজেলায় সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পুর্ব বেতছড়া ত্রিপুরা পাড়ায় সংঘঠিত অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন কালে তিনি এই কথা বলেছেন।

এ সময় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিমন চাকমা, সহকারী পুলিশ সুপার মো. নুরুল আনোয়ার, উপজেলা নির্বাহী অফিসার (অ. দা) রুপায়ন দেব, জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম, নাছির উদ্দিন ও রাজু ময় তংচংগ্যা, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ২ বান করে ঢেউ টিন, ২৫ কেজি করে চাল ও ২টি করে কম্বল প্রদান উদ্ভোধন করেন উপজেলা সুপ্রদীপ চাকমা।

ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, এই অগ্নিকান্ডে ঘটনাকে আমি নিন্দা জানাই। তার পাশাপাশি প্রধান উপদেষ্টাও এই ঘটনাকে ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছেন। ক্ষতিগ্রস্থদেরকে যেভাবেই হোক সাহায্য ও সহযোগিতা করতে হবে বলেন প্রধান উপদেষ্টা আমাকে জানিয়েছেন। মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও পার্বত্য মন্ত্রণালয় মাধ্যমে ক্ষতিগ্রস্থদেরকে সাহায্য করা হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে