ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়া (পাভেল) এর উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়।
ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়া এর সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কাজী মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এবং বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল চৌধুরী।
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা জয়নাল মিয়া বলেন, "আমরা গরীব মানুষ। শুনেছি এখানে ভালো শিশু ডাক্তার এসেছেন। তাই আমার ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি।"
আয়োজক ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়া বলেন, "এটা আমার নিজের ইউনিয়ন। প্রতি সপ্তাহে আমি নাসিরনগর সদরে রোগী দেখি। তবে গ্রামের অনেক মানুষ সেখানে যেতে পারে না। একজন ডাক্তার হিসেবে আমি চেয়েছি আমার এলাকার মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে।"
সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত গাইনী, মেডিসিন এবং শিশু রোগ বিশেষজ্ঞসহ একাধিক ডাক্তার এ ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন। রোগ নির্ণয়ের পর রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এই আয়োজন স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং চিকিৎসা সেবার অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যাযাদি/ এআর