নোয়াখালী চাটখিল উপজেলার অন্যতম বিদ্যাপীঠ চাটখিল গ্রামার স্কুলের সোমবার সকালে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয় মিলোনায়তে জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক সোলাইমান রুমান এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক এ.এস.এম আরমান ও জান্নাতুল ফেরদাউস লিজার যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএমএ ও চাটখিল উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশোনের সভাপতি ডা. এম এ নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল ইউনিয়ন ব্যাংক উপ-শাখার ব্যাবস্থাপক জয়নাল আবেদীন মিলন, বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক মোহাম্মদ আবু ছালেহ মাহমুদ চঞ্চল। উক্ত অনুষ্ঠানে অভিভাবকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সেরা মোট ২৩ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
যাযাদি/ এম