বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কালুখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
  ০১ জানুয়ারি ২০২৫, ১৫:৩৭
কালুখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি: যায়যায়দিন

রাজবাড়ীর কালুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি স্টেশন চত্বর হয়ে রতনদিয়া বাজারের আশপাশ রাস্তা পদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।

র‌্যালীতে কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, সাধারণ সম্পাদক মোঃ আহাদুজ্জামান সূর্য, সিনিয়র সহ-সভাপতি কায়েম আল মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি মাসুদ রানা, পিয়াস আহম্মেদ, অন্তু মোল্লা, সহ-সাংনক সম্পাদক ইমন শেখ, দপ্তর সম্পাদক মোঃ মনোয়ার হোসেন রবিন, কালুখালী সরকারী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইমন খোন্দকার, সাধারণ সম্পাদক আসিফ মন্ডল উপস্থিত ছিলেন।

এছাড়াও কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ তৈয়বুুুুুুুুুুুুুুুুুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা ফেরদৌস হাসান টিটো সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে