অতিমাত্রায় শব্দ দূষণের দায়ে ময়মনসিংহের ফুলপুরে পাঁচটি যানবাহনকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে ফুলপুর সদরের বাসস্ট্যান্ডে শেরপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা জানান, অভিযানে শব্দের মানমাত্রা অতিক্রমকারী যানবাহনগুলোকে জরিমানা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে ৫টি যানবাহনকে মোট ৭ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জনস্বার্থে বিশেষ এ অভিযান চলমান থাকবে।
যাযাদি/ এস