অপরাধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায়, নোয়াখালী জেলার চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে নোয়াখালীর শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।
ডিসেম্বর-২০২৪ এর কার্যাবলীতে নোয়াখালীর শ্রেষ্ঠ থানা হিসেবে চাটখিল থানাকে মনোনীত করা হয়েছে।
নোয়াখালীর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ফিরোজ উদ্দিন চৌধুরী, নোয়াখালীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই কৃতিত্বের জন্য তিনি তার সকল প্রিয় সহকর্মীদেরকে ধন্যবাদ জানান।
যাযাদি/ এম