বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চিতলমারীতে নবাগত শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  ০৯ জানুয়ারি ২০২৫, ২০:৪৯
চিতলমারীতে নবাগত শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা
ছবি: যায়যায়দিন

বাগেরহাটের চিতলমারীর নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাসকে বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি চিতলমারী উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকাল ৩ টায় সংগঠনের সভাপতি মুকুল কিশোর মজুমদার ও সাধারণ সম্পাদক ইব্রাহীম ফকিরের নেতৃত্বে নবাগত শিক্ষা কর্মকর্তাকে এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, মানস কুমার তালুকদার, প্রভাত হালদার, মো. মনিরুজ্জামান ও শংকর কুমার বিশ্বাস প্রমুখ। এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, মোঃ জিন্দার আলী মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মনোজ রায়সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সদ্য বিদায়ী শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন অবসর জনিত বিদায় নেওয়ায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাসকে চিতলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে