বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সোনাগাজীতে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত 

সোনাগাজী প্রতিনিধি
  ১৩ জানুয়ারি ২০২৫, ১৩:৩৬
সোনাগাজীতে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত 
ছবি: যায়যায়দিন

ফেনীর সোনাগাজীতে জেলা সমবায় দপ্তরের আয়োজনে নিবন্ধিত সমবায় সমিতির প্রতিনিধিদের নিয়ে একদিনের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স সোমবার মতিগঞ্জ আর.এম. হাট কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সোনাগাজী উপজেলা সমবায় পরিদর্শক আ.ন.ম তৌহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম নিবন্ধক দুলাল মিয়া। বিশেষ অতিথি ছিলেন মতিগঞ্জ আর.এম. হাট কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না রায়।

প্রশিক্ষণ প্রদান করেন সোনাগাজী উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ, জেলা সমবায় দপ্তরের প্রশিক্ষক এরফানুল হক ও মুজিবুল হক। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন নিবন্ধিত সমবায় সমিতির ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে