মানিকগঞ্জের হরিরামপুরে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে আইএফআইসি ব্যাংক পিএলসি মানিকগঞ্জ ব্রাঞ্চ ও ঝিটকা উপ-শাখার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ কর্মসূচি ২০২৪-২৫ এর অংশ হিসেবে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার ঝিটকা আনন্দ মোহন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন এলাকার শতাধিক শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় আইএফআইসি ব্যাংক পিএলসি মানিকগঞ্জ ব্রাঞ্চের অফিসার মো. রাব্বি, ঝিটকা বাজার উপ-শাখার অফিসার ইনচার্জ মো. রবিন মিয়া, মার্কেটিং অফিসার রাজিব হোসেন, স্থানীয় চিকিৎসক মো. আব্দুল হালিম সহ বিভিন্ন ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এস