ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের প্রখ্যাত হাফেজ আব্দুস সাত্তার (৭৩) আরও নেই। বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম সরাইল উচালিয়াপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্টাতা সভাপতি ও জমি দাতা। উচালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। মরহুম প্রায় ৩০ বছর সরাইল বড় দেওয়ান পাড়া গ্রামের জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছিলেন।
মরহুম সরাইল তাফসীর কমিটির সহ সভাপতি ছিলেন। মরহুমের বৃহস্পতিবার বাদ এশা উচালিয়াপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে ১ মেয়ে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সরাইল তফসির কমিটির সভাপতি মুফতি শামছুল হক সাহেব সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক আলহাজ্ব মুহাম্মদ শামসুল হোক। সাধারণ সম্পাদক মাওলানা এহসান উল্লাহ, সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির। গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
যাযাদি/ এআর