লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ স্কাউট রামগতি অঞ্চলের কমিশনার পদে ভোট দান অনুষ্ঠিত হয়েছে।
স্কাউটের অন্যান্য পদ গুলো বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেও কমিশনার পদে ভোট হয়। ভোটে কমিশনার পদে ২ দুই জন প্রার্থী হন প্রতিদ্বন্দিতায় অংশ নেন। তারা হচ্ছে আলেকজান্ডার মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যে আলেকজান্ডার -২ সহকারী শিক্ষক মোহাম্মদ আবু সায়েদ। আবু সায়েদ ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হন,অপরদিকে রিয়াজ উদ্দিন পান ৪৯ ভোট।
১৩ (জানুয়ারি) আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যান্ত একটানা ভোট দান চলে। মোট ভোটার সংখ্যা হচ্ছে ২৭১, এতে ভোট দেন ২৫৬ জন। ভোট দানে বিরত থাকেন ১৫ জন ভোটার।
প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দিদার হোসনে, ভোট গননা শেষে তিনি এ ফলাফল ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট সভাপতি সৈয়দ আমজাদ হোসেন জানান স্কাউট রামগতি দুই জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকায় ওই পদে ভোট আয়োজন করা হয়, সহ-সভাপতি,সম্পাদক,সহ-সম্পাদকসহ অন্যান্য পদে একের অধিক প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোটে উপজলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা প্রধানগন ও স্ব-স্ব বিদ্যালয়ের একজন করে কাব সদস্য হিসেবে ভোট প্রদান করেন।
তার আগে সকাল দশটা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে ত্রৈবার্ষিক স্কাউট সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম আবদুল্লাহ বিন শফিক, উপজেলা সরকারি প্রাথমিকের শিক্ষা অফিসার (টিও) রূপাঞ্জলী কর, সহকারী শিক্ষা অফিসার (এটিও) হরিদাস সরকার, আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল ইসলাম, বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের প্রোগ্রামার কবির আহমদ, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল হক, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
যাযাদি/ এআর