কাহারোলে দুই দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি ও তারুণ্যের মেলা’২০২৫ উদ্বোধন।
দিনাজপুরের কাহারোলে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা স্মৃতি সৌধ্য মাঠ প্রঙ্গণে ৪৬তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও তারুণ্যের মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দীন।
এই সময় উপস্থিত ছিলেন,কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সরফরাজ হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ, শিক্ষা অফিসার একেএম জিন্নাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল রহমান ও সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এই মেলা ২০ ও ২১ জানুয়ারি পর্যন্ত চলবে। মেলায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের উদ্ভাবিত প্রযুক্তি সমূহ প্রদর্শন করেন।
যাযাদি/ এআর