বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

অষ্টগ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

অষ্টগ্রাম প্রতিনিধি
  ২২ জানুয়ারি ২০২৫, ১৮:২৪
আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৩৯
অষ্টগ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যানের জমি দখল করতে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি সাইদ বাহিনীর সাথে মারামারিতে উপজেলা যুবদলের সদস্যসচিবসহ ১৫জন আহত।

বুধবার দুপুরে অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কালীপুর চরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কাউসারুল আলম পরিবার, গত ৩০বছর ধরে ভোগদখল করে আসা কৃষি জমি, সম্প্রতি জোর করে দখলে নেওয়ার চেষ্টা করেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সাইদ আহমেদ।

আজ বুধবার এই বিষয়ে উভয় পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে সালিস বৈঠকে বসার নির্ধারিত সময়ে ছিল। কিন্তু, সকালে কাউসার আলম পক্ষ হাজির হলেও, সাইদ বাহিনীর লোকজন চলে যায় জমি দখল করতে।

এসময়, খবর পেয়ে কাউসার আলম গ্রুপের লোকজন সাইদ বাহিনীকে বাঁধা দিলে দুইপক্ষের মাঝে সংঘর্ষে বাঁধে। এতে উপজেলা যুবদলের সদস্য সচিব আলী রহমানসহ ১৫ জন আহত হন।

অষ্টগ্রাম থানার ওসি জানান, অষ্টগ্রামে কৃষি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। আজ সেই জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে