লক্ষীপুরের রামগঞ্জ সরকারী কলেজ মাঠে ২৫ জানুয়ারি (শনিবার) নাগরিক সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন অন্তর্বর্তী সরকাররে উপদেষ্টা মাহফুল আলম আবদুল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলাব্যাপী উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সডকের উপর নির্মাণ করা হয়েছে অসংখ্যক তোড়ন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে লাগানো হয়েছে নানা রঙ্গেও ও দাবি উল্লেখক করে ফেস্টুন।
শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উপস্থাপন করা হয়েছে নানা দাবী। কলেজ মাঠের চারদিকে এবং সংবর্ধনা মঞ্চ লক্ষ করে লাগানো হয়ে ফেস্টুন আর ফেস্টুন।
লামচর গ্রামের মিজানুর রহমান সোহাগ বলেন,উপদেষ্টার কাছে জোরালো দাবী হচ্ছে রামগঞ্জে রেল লাইন ও এয়ারর্পোট তৈরী করা, দক্ষিন কালিকাপুর গ্রামের জাকির হোসেন,আবুল বাসারসহ কয়েকজন দাবী করেন, রামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবী বিকল্প বেড়ি তৈরী করে জলাবদ্ধতামুক্ত এবং গ্যাস লাইন স্থাপন রামগঞ্জ উপহার দেওয়ায়। সাংবাদিক শাহে ইমরান,আরিফ হোসেন,আব্দুল কাইয়ুম জানায়, উপদেষ্টা মাহফুজ আলমের কাছে দাবী হচ্ছে, বিগত ২৭ অক্টোবর রামগঞ্জ উপজেলা পরিষদ প্র্ঙ্গানে নির্মানাধিন ভবনের ৪র্থ তলার চাঁদ থেকে পড়ে পল্লী সঞ্জয় ব্যাংকের সেকেন্ড অফিসারে মৃত্যুর ঘটনায় ৪ সাংবাদিকদের গ্রেফতারের ঘটনায় একটি তদন্ত কমিটি করে রহস্য উৎঘাটন করা।
মিস্টার শাকিল পাটোয়ারী বলেন,রামগঞ্জ দক্ষিনাঞ্চলের প্রধান সড়ক পাউবো বাধটি দীর্ঘ কয়েক বছর ব্যবহাওে অনুপযুগী রয়েছে। সড়কটি নিয়ে বিগত ৮ থেকে ১০ বছর যাবত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে ছবিসহ ধারাবাহিক সংবাদ প্রকাশিত এবং বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়াতে ভিড়িও সংবাদ প্রচার হলেও কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত সড়কটি সংস্তকার করে পুলিশ তদন্ত কেন্দ্র, লামচর ইউপি কার্যালয় নাগরিক সেবা,ব্যবসায়ীরে,অল্প খরচে শহরের পৌছে পণ্য ক্রয়-বিক্রয় করছে পারে। দরিদ্র পরিবারের স্কুল-কলেজ শিক্ষার্থীরা সহজেই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে।
এইছাড়াও কেউ লেনের আন্তঃজেলা ও বিভাগীয় সড়ক,মাদকমুক্ত,অপরাধ মুক্ত রামগঞ্জ,জনবান্ধন প্রশাসন,দখল হওয়ায় খালগুলো উদ্ধার সহ নানা দাবী করছে। সুশীল সমাজের দাবী অন্তর্বর্তী সরকারের আস্থাভাজক উপদেষ্টা মাহফুল আলম আন্তরিক হলে রামগঞ্জকে মডেল রামগঞ্জে রুপান্তরিত করতে পারবে। তবে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কোন বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে তা শুনার জন্য অধির আগ্রহ রামগঞ্জবাসীর।
উল্লেখ, আগামী ২৫ জানুয়ারি ২০২৫ইং শনিবার বিকাল ৩ টা জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক, অর্ন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। যাযাদি/ এআর