বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

কর্ণফুলীতে আগুনে পুড়ল ১৬ টিনসেট ঘর

কর্ণফুলী ( চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২৫, ১৮:২৯
কর্ণফুলীতে আগুনে পুড়ল ১৬ টিনসেট ঘর
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কিলপাড়া এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১৬ টি টিনসেট বাসাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার (২৯ জানুয়ারি) কিলপাড়া পরভীন কলোনির ভাড়া বাসায় বিকাল ৫ টার দিকে আগুনের এঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসার কেয়ারটেকার টিপু আহত হয়। আগুনের ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক শার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত তাসলিমা আক্তার (২৮) জানান, প্রতিদিনের মতো সকালে কেইপিজেডে চাকরীতে চলে গেছি, বিকালে স্বামীর ফোন পেয়ে দ্রুত এসে দেখি আমার বাসা দাউদাউ করে আগুনে জ্বলছে। আগুনে আমার নগদ টাকাসহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কর্ণফুলী মর্ডান ফায়ার সার্ভিসের ইনচার্জ সাঈদুজ্জামান বলেন, আগুনের খবর শুনে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে