বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মানিকছড়ি ইংলিশ স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৫, ১৬:২০
মানিকছড়ি ইংলিশ স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
ছবি: যায়যায়দিন

নানা আনুষ্ঠানিকতা আর উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার অন্যতম বিদ্যাপীঠ মানিকছড়ি ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয় মাঠে নানা ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকাল ৩টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউল্লাহ, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান এম কে আজাদ, সিনিয়র সহকারী শিক্ষক মো. নাইমুল ইসলাম, সাংবাদিক মো. রবিউল হোসেন প্রমূখ।

এসময় বক্তারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকান্ডের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, 'প্রতিযোগিতার মধ্যদিয়ে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে'।

এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় ও একক নৃত্য এবং সঙ্গীত পরিবেশন, আবৃত্তি, উপস্থিত বক্তব্য ও পিরামিড ডিসপ্লে প্রদর্শনসহ নানা ক্রীড়া প্রতিযোগিতা এবং অভিভাবকদের জন্য আয়োজিত প্রতিযোগিতা সম্পন্ন হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে