ফেনীর দাগনভুইয়াতে ছাত্রদলের ফটিক ও জাবেদ গ্রূপের মধ্যে সংঘর্ষ, আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন, একঘন্টা যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হযেছে যাত্রী সহ পথচারীদের। সেনাবাহিনী মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাবেদ গ্রুপের লোকজন একটি মিছিল নিয়ে বাজারের দিকে আসলে জেলা ছাত্রদলের সহসভাপতি ফটিকের লোকজন বাধা দেয় এবং হামলা চালায় বলে জাবেদের লোকজন জানায়।প্রায় একঘন্টা এ ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।দোকান পাট বন্ধ করে লােকজন আতংকে দ্বিকবিদিক ছুটাছুটি করতে থাকে। পরে খবর পেয়ে সেনাবাহিনি পরিস্থিতি সামাল দেওয়ায় জনজীবনে স্বস্তি নেমে আসে। গত একমাস থেকে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে, আকবর বাহিনী বনাম ফটিক বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে বহু নেতা কর্মী। বেশ কয়েকটি মামলা ও হয়েছে। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এদিকে ফটিকের ১৫ থেকে ২০ জন আহত হয়েছে বলে জানান জেলা যুবদলের নেতা মাহাবুবুল হক রিপন। অপরদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন সাংবাদিকদের কে জানান,পুলিশের নীরব ভুমিকা ও আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের পতিত সন্ত্রাসীরা ফটিকের নেতৃত্বে ছাত্রদলের শান্তিপুর্ন মিছিলে হামলা চালায়। এতে তাদের ১৫ /২০ জন নেতা কর্মী সমর্থক আহত হয়েছে।
তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আকবর হোসেন। পাশাপাশি জেলা যুবদলের নেতা মাহাবুবুল হক রিপন আকবরের এক তরফা নীতির কঠোর সমালোচনা করেন।
যাযাদি/ এমএস