বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রায়পুরে মাদ্রাসা অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ

রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৪
রায়পুরে মাদ্রাসা অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ তাহেরিয়া আর.এম. কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আজিজ মজুমদারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অভিভাবকদের সাথে দুর্ব্যব্যাবহার এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তার অপসারণের দাবি জানিয়ে আসছে।

গত ৫ অক্টোবর শিক্ষার্থীদের আন্দোলনের পর অধ্যক্ষ আব্দুল আজিজ আত্মগোপনে চলে যান। সম্প্রতি তিনি পুনরায় মাদ্রাসায় ফিরে আসার চেষ্টা করলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। এ ঘটনার জেরে ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মাদ্রাসা মাঠে বিক্ষোভ করে শিক্ষার্থীরা, তারা দ্রুত অধ্যক্ষের অপসারণের দাবি জানায়।

মাদ্রাসার ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি মোঃ তারেক হোসাইন জানান, গত ৭ নভেম্বর ২০২৪ ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে ২৭ নভেম্বর ২০২৪ মাদ্রাসার সভাপতিকে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলেও গত দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা আরও প্রকাশ্যে আসে

এ পরিস্থিতিতে মাদ্রাসার ১৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি কার্যকর না হওয়ায় গভর্নিং বডির সভাপতি চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে বিষয়টি যাচাইয়ের নির্দেশ দিয়েছেন।

অধ্যক্ষ আব্দুল আজিজ মজুমদার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, “এই অভিযোগগুলো মিথ্যা এবং একটি স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের ব্যবহার করে মাদ্রাসায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। যদি আমি অপরাধী হতাম, তবে সরকার আমাকে ছয় মাস ধরে বেতন দিত না, আর গভর্নিং বডিও আমাকে রাখত না। গঠিত কমিটির রিপোর্টও আমার পক্ষে, যা সভাপতির কাছে জমা দেওয়া হয়েছে,

শিক্ষার্থীরা দ্রুত অধ্যক্ষের অপসারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানালেও, মাদ্রাসার অন্য কোনো শিক্ষক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে