বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কোম্পানীগঞ্জে ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৬
কোম্পানীগঞ্জে ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকি ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ঘরের আড়ার সঙ্গে মোঃ ইসমাইল হোসেন (৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বড় বাড়ী থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক ভাবে হতাশায় ভুগছিলেন ইসমাইল। সবসময় শান্ত থাকতেন। প্রায় মানসিক সমস্যা দেখা যেত। চিকিৎসা করানো হয়েছিল কুমিল্লাসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে। সোমবার দুপুরে পরিবারের লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার ফাঁকে বসতঘরের একটি রুমের মধ্যে আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন ইসমাইল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে