’পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাসড়কে, মাদক, চুরি, ছিনতাই ও দূর্ঘটনা হ্রাস করতে কুমিল্লা রিজিয়নের মিরপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর বিকেলে কুমিল্লা -সিলেট আঞ্চলিক মহাসড়কের মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাদি'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ডিআইজি হাবিবুর রহমান খান
(অপারেসন-পূর্ব বিভাগ) হাইওয়ে পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা।
প্রধান অতিথি বলেন, হাইওয়ে সড়কে যে কোনো অপরাধ দমনে হাইওয়ে পুলিশের তৎপরতা আগের চেয়ে বেশি । মাদক, চোরাকারবারি ও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।দূর্ঘটনা রোধে গাড়ীর চালকদের সচেতন হওয়া জরুরী। যে কোনো অপরাধ দমনে হাইওয়ে পুলিশের পাশাপাশি সচেতন মহলের
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডি আইজি মো. খাইরুল আমিন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন মিরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ পারভেজ আলী।
উক্ত সভায় স্থানীয় জনতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পরিবহন খাতের মালিক-শ্রমিক ও কমিউনিটি পুলিশিং সদস্যরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এমএস