ফেনীর ফুলগাজীতে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অবৈধ ইট ভাটা বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আনন্দ পুর ইউনিয়নের মেসার্স রুপালি ব্রিকসকে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং দেশ ব্রিকস ও হাসানপুর ব্রিকস নামক দু'টি অবৈধ ইট ভাটার চিমনিসহ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর,সদর দপ্তর, ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান -উল ইসলাম'র নেতৃত্বে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে অবৈধ ব্রিকফিল্ডে এঅভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের উপপরিচালক শওকত আরা কলিসহ বাংলাদেশ সেনাবাহিনী, ফুলগাজী থানা পুলিশ, ফায়ার সার্ভিস,পল্লি বিদ্যুতের লোকজন অভিযানে সহয়তা করেন।
ছাড়পত্র ও নবায়ন না থাকায় ও পরিবেশ অধিদপ্তরের ইটভাটা আইন অমান্য করে ইট প্রস্তুত করার অপরাধে মেসার্স দেশ ব্রিকস ও হাসানপুর ব্রিকস সহ দুটি ব্রিকসের ভাটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং মেসার্স রুলালী ব্রিকস ইটভাটা কে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, ফুলগাজী থানা পুলিশ, ফায়ার সার্ভিস,পল্লি বিদ্যুতের লোকজন অভিযানে সহয়তা করেন।