ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের বকশি শাহ উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। এতে অধ্যাপক শাহ আলমকে বোর্ড কর্তৃক এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরিদর্শক রীতা চক্রবর্তী স্বাক্ষরিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তাছাড়া পদাধিকারবলে বকশি শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজ উল্ল্যাহকে সদস্য সচিব, মো. আলিম উল্লাহকে শিক্ষক প্রতিনিধি ও আজিজ আহাম্মদকে অভিভাবক প্রতিনিধি করা হয়। প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১০) ধারা অনুসারে সভাপতি মনোনয়নসহ উল্লেখিত ব্যক্তিগনের সমন্বয়ে চিঠি ইস্যুর তারিখ হতে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
বকশি শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজ উল্ল্যহ জানান, অধ্যাপক শাহ আলম উপজেলার জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
তিনি একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক। বিদ্যালয়ের উন্নয়নে, শিক্ষার মান বাড়ানোর জন্য, শিক্ষক-শিক্ষার্থীদের নানান রকমের সমস্যা এবং অসঙ্গতি নিরসনে কাজ করে যাবেন ইনশাআল্লাহ। নবনির্বচিত এডহক কমিটির সভাপতি অধ্যাপক শাহ আলম বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীসহ অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
যাাযদি/ এম