রপ্তানিযোগ্য পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করে পাট চাষে প্রশিক্ষনের গুরুত্ব, পাটের বর্তমান ও ভবিষ্যত নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন প্রশ্ন ও উত্তর পর্ব এবং সমাপনী বক্তৃতা প্রদানসহ সভাপতিত্ব করেন বিজেএ'র কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তরের দিনাজপুরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন। কিইউ নোট পেপার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র দিনাজপুরের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা রিশাদ আব্দুল্লাহ। পাট বীজ সংগ্রহ, জমি নির্বাচন, জমি তৈরী, বীজ বপণ, আন্তপরিচর্যা, সার ও বালাই নাশক প্রয়োগ নিয়ে আলোচনা করেন উপজেলার কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম, রিবন রেটিং পদ্ধতির প্রয়োগ ও প্রচলিত পদ্ধতির উন্নত প্রয়োগ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, জেলা ডিইআই প্রশিক্ষণ অফিসার মাছা. শামীমা নাজনীন।
পাটের গ্রেডিং সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতি বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন পাট অধিদপ্তর দিনাজপুরের পাট উন্নয়ন কর্মকর্তা দলীপ কুমার মালাকার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিজেএ, ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল। কর্মশালাটি সঞ্চালন করেন বিজেএ, ঢাকার উর্ধ্বতন হিসাব রক্ষক নজরুল ইসলাম।া উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর, পীরগঞ্জ উপজেলার উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তানিয়া আক্তার। কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত অংশ নেয়।
যাযাদি/ এমএস