সুবর্ণচরে চরবাটা ইউনিয়নে মধ্য রাতে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজামকে (৪৭) গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ।
রোববার দিবাগত মধ্য রাতে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতার বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। সে দুইটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিল।
পুলিশের অভিযান সূত্রে জানা যায়, মোজাম্মেল হোসেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। ২০১৮ সালে বিএনপি নেতা এডভোকেট এবিএম জাকারিয়ার বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সম্প্রতি তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। গোপন সংবাদের ভিত্তি তার অবস্থান চিহ্নিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে হয়।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দুটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিল।আজ দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
যাযাদি/ এসএম