বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ক্যান্সারাক্রান্ত মেধাবী ছাত্রী বৃষ্টির লেখাপড়া অনিশ্চিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৫
ক্যান্সারাক্রান্ত মেধাবী ছাত্রী বৃষ্টির লেখাপড়া অনিশ্চিত
ছবি: যায়যায়দিন

মেধাবী ছাত্রী বৃষ্টি আক্তার। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে ভর্তি হয়েছিলেন ঢাকার সরকারি ধামরাইল কলেজে। স্বপ্ন ছিলো জীবনে বড় কিছু হওয়ার। কিন্তু একটি দুঃসংবাদে তার সে স্বপ্ন যেন ধূলিসাৎ হয়ে হয়ে গেল। সে ক্যান্সারে আক্রান্ত।

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নিরাহারগাতী গ্রামের বাবুল মিয়ার কন্যা বৃষ্টি আক্তার (১৮) নামের মেধাবী ছাত্রীটি বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ক্রমশই তার হাঁটু দিন দিন ফুলে যাচ্ছে। ক্যান্সার নামক মরণ ব্যাধি আক্রান্ত হয়ে মেধাবী কলেজ ছাত্রী বৃষ্টি আক্তারের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। অসহায় পরিবার তাই সমাজের বিত্তশালীদের সুদৃষ্টি কামনা করেছেন।

জানা গেছে,গত কয়েক মাস আগে তার ডান পায়ের হাঁটুতে ক্যান্সার ধরা পড়ে । তার পিতা মো.বাবুল মিয়া একজন কারখানার শ্রমিক। দরিদ্র পরিবারে যেখানে সংসার চালানোই যেখানে কঠিন সেখানে ক্যান্সারের ব্যয় বহুল চিকিৎসা দরিদ্র পিতার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে সে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার নিশাত হাসনা আনজুম এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

এ ব্যাপারে বৃষ্টির দাদী আমেনা খাতুন বলেন, মেধাবী ছাত্রী বৃষ্টি আক্তারের চিকিৎসার জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করছি। সে সুস্থ্য হয়ে তার স্বপ্ন পূরণ করুক।

প্রতিবেশী ও স্কুল শিক্ষক মিছবাহ উদ্দিন মানিক জানান, বৃষ্টি একজন মেধাবী ছাত্রী।দরিদ্র পিতার পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালানো কঠিন হয়ে পড়েছে। এ সময় তিনি সমাজের বিত্তশালীদের প্রতি এগিয়ে আসার আহবান জানান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক জানান,সমাজসেবা অধিদপ্তর থেকে সরকার ক্যান্সার আক্রান্তদের ৫০ হাজার টাকা সহায়তা দেয়। বৃষ্টি আক্তার আবেদন করলে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন তিনি।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে