বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

থানচির নবাগত ইউএনও আবদুল্লাহ আল ফয়সাল

থানচি (বান্দরবান) প্রতিনিধি
  ০৩ মার্চ ২০২৫, ১৬:০৯
থানচির নবাগত ইউএনও আবদুল্লাহ আল ফয়সাল
ছবি: যায়যায়দিন

সরকারের অর্পিত দায়িত্ব যথাযথ মর্যাদায় পালন করে যাবো, এছাড়া দুর্গম থানচি উপজেলা, প্রাথমিক,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য,পরিবেশ,কৃষি, অভ্যন্তরীণ যোগাযোগ, রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,পর্যটন শিল্প বিকাশ ,আইন শৃংঙ্খলা উন্নয়ন, পাহাড়ে পাহাড়ীদের গ্রামে গজ্ঞে সরকারের বিভিন্ন সেবা সমূহের দৌড়গোড়া পৌছে দেয়ার এবং সকল শ্রেনীর পেশা নেতৃবর্গদের সাথে গোল টেবিল বৈঠক, সমস্যা সম্ভাবনা নিয়ে কর্মপরিকল্পনা মাধ্যমের প্রশাসনিক সেবা পৌছানো চেস্টা চালিয়ে যাবো বলে দৃঢ় প্রতিজ্ঞা করেন বান্দরবানের থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ - আল- ফয়সাল।

সোমবার ৩ মার্চ প্রশাসনিক কার্যালয়ের উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের একান্ত বৈঠকে এ কথা বলেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউএনও হিসেবে যোগদান করেন মোহাম্মদ আবদুল্লাহ - আল- ফয়সাল । তিনি প্রশাসনের ৩৬ তম বিসিএস ক্যাডার। তিনি রাজশাহী বিভাগের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে প্রশাসনিক পরিচালনায় দীর্ঘদিনে অভিজ্ঞতা দুর্গম পাহাড়ে বাস্তবায়ন করবেন।

নবনিযুক্ত ইউএনও এখানে যোদানের ৭ দিন পর থানচি উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সাথে সৌজনের প্রথম স্বাক্ষাৎকার ও বৈঠক ছিল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবের বলেন, এ অঞ্চলের অবহেলিত নিপীড়িত নির্যাতিত মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে তিনি বদ্ধপরিকর। সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করতে ও অধিকার পাইয়ে দেবার লক্ষ্যে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। এখানকার জনগণের উন্নয়নে সুযোগ সৃষ্টি লক্ষ্যে কাজ করে যাবো।

সৌজন্য স্বাক্ষাৎ ও বৈঠকের সময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ- সভাপতি রেম্বো ত্রিপুরা,সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, অর্থ সম্পাদক চিংথোয়াইঅং মারমাসহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে