ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকান্ডে ৯ দিন মজুরের বাড়ি ভস্মিভুত হয়েছে। রবিবার (২ মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলা চাপাপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের আরো ৮টি বাড়ি ভস্মিভুত হয়। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এনএম ইসফাকুল কবীর, পীরগঞ্জ থানার অফিসার ইন্চার্জ তাজুল ইসলাম , পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্তরা সবাই দিনমজুর। প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
যাযাদি/ এমএস