বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নবীগঞ্জে এক ডাকাত গ্রেপ্তার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৫ মার্চ ২০২৫, ১৪:২৭
নবীগঞ্জে এক ডাকাত গ্রেপ্তার
ছবি: যায়যায়দিন

নবীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামি নজির মিয়া নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে। ধৃত ডাকাত নজির মিয়া উপজেলার ইমামবাঐ গ্রামের আজমল আলীর ছেলে। মঙ্গলবার রাত ১০টার দিকে পশ্চিম তিমিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন এর দিক নির্দেশনায় এসআই আব্দুল কাদের, এএসআই সিদ্দিকুর রহমান ও এএসআই সুব্রত এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিপুর গ্রামে একদল ডাকাত ডাকাতি করার জন্য সংঘবদ্ধ হচ্ছে জেনে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাবার সময় নজির মিয়া নামের এক দুধুর্ষ ডাকাত আটক হয়। বাকীরা পালিয়ে যায়।

উক্ত ডাকাত নজির মিয়া জিআর-৩৩২/২০১৮ইং সালের ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামি। সে উপজেলার বাউসা ইউনিয়নের ইমামবাঐ গ্রামের আজমল আলীর ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতির অসংখ্য অভিযোগ রয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, উপজেলায় চুরি-ডাকাতি দমনে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে