পটুয়াখালীর মির্জাগঞ্জ বুধবার (৫ মার্চ) বেলা এগারো ঘটিকায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে টোল ফ্রি ‘কৃষকের বাজার-ভোক্তার বাজার’ উদ্বোধন করা হয়েছে। ইউএনও মোঃ তরিকুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জানান, উপজেলার স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কাঁচাপন্য সহ যে কোন খাদ্য সামগ্রী ‘কৃষকের বাজার ভোক্তার বাজার’ এর নির্ধারিত স্থানে বসে বিক্রি করবেন। এ জন্য বিক্রেতাকে কোন খাজনা দিতে হবে না। এই ‘কৃষকের বাজার ভোক্তার বাজার’ পয়েন্টে খুব তাড়াতাড়ি ৬৫০টাকা প্রতি কেজি গরুর মাংস বিক্রি শুরু হবে।
উদ্বোধন অনুষ্ঠানে সুবিদখালী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান মনির,সুবিদখালী বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ খোকন সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন ও স্থাণীয় কৃষকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এমএস