বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সখীপুরে ব্যবসায়ী সালাম হত্যার রহস্য উদঘাটনে পুলিশকে আল্টিমেটাম

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
  ০৮ মার্চ ২০২৫, ১৭:৩৭
সখীপুরে ব্যবসায়ী সালাম হত্যার রহস্য উদঘাটনে পুলিশকে আল্টিমেটাম
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী সালাম হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে পুলিশকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে ভুক্তভোগী পরিবার। শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় স্থানীয় হাসনগঞ্জ-চকচকিয়া বাজারে সংবাদ সম্মেলন করে এ আল্টিমেটাম দেন সালামের পরিবার।

ক্লু এক মাসেও উদঘাটন হয়নি। গত ২২ জানুয়ারি উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। ঘটনার রাতে ব্যবসায়ী সালামকে জবাই করে হত্যার পর মরদেহ একটি লেবু বাগানে রেখে যায় দুর্বৃত্তরা। পরদিন স্ত্রী বাছাতন নেছা বাদি হয়ে থানায় অজ্ঞাত নামা মামলা করেন। হত্যার প্রায় দেড় মাসেও রহস্যাবৃত্ত থেকে যাচ্ছে। ঘটনার কেনো ক্লুই খুঁজে পাচ্ছে না পুলিশ। হত্যাকান্ডের রহস্য উদঘাটন না হওয়ায় ক্ষোভ-অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার।

ওই পরিবার শনিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় হাসনগঞ্জ-চকচকিয়া বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্য পাঠ করেন নিহত সালামের মেয়ে ফাতেমা আক্তার। এ সময় সালামের স্ত্রী বাছাতন নেছা, বয়োবৃদ্ধ মা ছালেহা খাতুন, হাসনগঞ্জ-চকচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মাজহারুল হক খান, ইউপি সদস্য নাসির উদ্দিন মেযবাহ, স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি হুমায়ুন মিয়া, সেক্রেটারি সানোয়ার হোসেনসহ এলাকার প্রায় দুই শতাধিক নানা শ্রেণি পেশার নারী-পুরুষ।

লিখিত বক্তব্যে সালোমের মেয়ে ফাতেমা আক্তার বলেন, আমার বাবার খুনীদের দেখতে চাই; আমি এতিম সন্তান বাবার খুনিদের ফাঁসি চাই। আগামি সাত দিনের মধ্যে খুনের রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার করার আল্টিমেটাম দিয়ে বলেন, পুলিশের প্রতি মানুষের আস্থা থাকবে না। আমরা ভয়-আতঙ্কে আছি। নিরাপত্তাহীনা ভুগছি।

প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বলেন, এ এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। হত্যাকান্ডের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতির হার কমে গেছে। অভিভাবক-শিক্ষার্থীদের দাবি আসামিরা ধরা না পড়ায় এলাকায় ভয়-আতঙ্ক বিরাজ করছে। বণিক নেতাদের দাবি স্থানীয় বাজোরে ব্যবসায়ীরা সন্ধ্যার পরই ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। দুর্গম এলাকা রাতে চলাফেরা করতে গেলে গা ছমছম করে। পারতপক্ষে রাতের অন্ধকারে কেউ ঘর থেকে বের হয় না।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে মৃত আমির আলীর ছেলে ব্যবসায়ী সালামকে জবাই করে হত্যার পর মরদেহ লেবু বাগানে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সালামের স্ত্রী বাছাতন নেছা বাদি হয়ে থানায় অজ্ঞাত নামা মামলা করে। মামলাটি প্রথমে তদন্ত করে সখীপুর থানার ওসি (তদন্ত) প্রভাষ রায়। পরে ওই থানার উপ-পরিদর্শক সুমন মিয়ার কাছে মামলাটি স্থানান্তর করা হয়। মামলাটির তদন্তে আশানুরূপ অগ্রগতি নেই।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া বলেন, খুব সুপরিকল্পিতভাবে হত্যাকান্ডটি করা হয়েছে। অনেকটটাই ক্লুলেস! আশাকরি খুব দ্রুত এই মামলার রহস্য উদঘাটন হবে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ব্যবসায়ী সালাম হত্যার রহস্য উদঘাটনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট আন্তরিকভাবে কাজ করছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে