সারাদেশের ন্যায় ফুলগাজীত ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়ার সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ, সাংবাদিক সাহাব উদ্দিন, জেন্ডার প্রমোটোর মোর্শেদা আক্তার, উপজেলা কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক দীপা শর্মা প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নারী নেত্রী ও গুনিজনরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম