বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নিরাপদ সড়ক চাই আন্দোলনের ইফতার ও দোয়া

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  ০৮ মার্চ ২০২৫, ২০:৫২
নিরাপদ সড়ক চাই আন্দোলনের ইফতার ও দোয়া
ছবি: যায়যায়দিন

নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা) এর উদ্যোগে শনিবার (৮ মার্চ) ফেনীর দাগনভূঞা উপজেলা কার্যালয়ে ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের দাগনভূঞা উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান সোহেল এর সঞ্চালনায়, সভাপতি দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাগনভূঞা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিদুল আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দাগনভূঞা থানার সেকেন্ড অফিসার রোকন উদ্দিন, বিআরডিবির সভাপতি ও সাবেক পৌর কমিশনার নজির আহাম্মদ, দাগনভূঞা বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, গোলাম রসুল মেনন সহ আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিগন ও সাংবাদিকগন।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামি দাগনভূঞা উপজেলা সেক্রেটারি ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।

আলোচনা সভায় বক্তারা জনসাধারণের কল্যাণে সড়ক নিরাপদ রাখতে বাংলাদেশের একমাত্র সচেতনতা মূলক সংগঠন হিসাবে "নিরাপদ সড়ক চাই আন্দোলনের ভূয়সী প্রশংসা এবং এই সংগঠনের যে কোন উদ্যোগে পাশে থাকার অঙ্গীঁকার ব্যক্ত করেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে