বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার উপযুক্ত সময় এসেছে : রফিকুল আলম মজনু 

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
  ০৮ মার্চ ২০২৫, ২০:৫৮
রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার উপযুক্ত সময় এসেছে : রফিকুল আলম মজনু 
ছবি: যায়যায়দিন

বিএনপি দীর্ঘ ১৬ বছর নির্যাতন নিপিড়নের শিকার হয়েছে। রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার এখন উপযুক্ত সময় এসেছে। শনিবার (৮ মার্চ) মুন্সীরহাট আলী আজম স্কুল মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি ফেনী -১ আসনের বিএনপির সমন্বয়ক রফিকুল আলম মজনু এসব কথা বলেন।

তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি এলাকায় শালিস বানিজ্য চাঁদাবাজি টেন্ডারবাজি করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেয়া হবে।

দরবারপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, মাস্টার আবুল কালাম, মাস্টার আবুল খায়ের, জেলা যুবদলের সদস্য সচিব নাঈম উল্ল্যাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, ফুলগাজী উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমেদ ভুঞা, সদস্য সচিব নুরুল হুদা শাহীন, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন সোহেল, বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম রসুল, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্র দলের আহবায়ক মো. ইউসুফ প্রমুখ।

মুন্সীরহাট জামে মসজিদের ইমাম মাওলানা মো. কাউসার বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের জন্য ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে