বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফুলগাজীতে ফসলি জমির মাটি কাটার অপরাধে দুটি খনন যন্ত্রসহ ১২টি ট্রাক জব্দ  

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৫, ১২:১৯
ফুলগাজীতে ফসলি জমির মাটি কাটার অপরাধে দুটি খনন যন্ত্রসহ ১২টি ট্রাক জব্দ  
ছবি: যায়যায়দিন

ফেনীর ফুলগাজী উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অরক্ষিত অবস্থায় পরিবহন ও রাস্তাঘাটের ক্ষতিসাধনসহ বিভিন্ন অপরাধে দুটি খনন যন্ত্রসহ (এস্কেভেটর) ১২টি মাটি পরিবহনের ট্রাক জব্দ করেছেন প্রশাসন।

রোববার (৯ মার্চ) দিবাগত রাত একটার দিকে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব গাড়ি জব্দ করেন। অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া।

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই ফসলি জমির মাটি কাটার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে রোববার দিবাগত রাতে তিনি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। তবে অভিযানের খবর টেরপেয়ে গাড়ির চালক ও মাটি খেকোরা আগেই সটকে পড়েন। এ সময় তিনি মাটি খননের দুটি যন্ত্রসহ (এস্কেভেটর) মাটি পরিবহনের ১২টি ট্রাক জব্দ করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, মাটি কাটার অপরাধে সরাসরি কাউকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি। জব্দ করা ট্রাকগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।

অভিযানে তাঁকে সহয়তা করেন, ফুলগাজী থানার পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যের লোকজন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে