বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রামগতিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৫, ১৫:২৩
রামগতিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ছবি: যায়যায়দিন

"লক্ষ্মীপুরের রামগতিতে দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রান ক্ষয়ক্ষতি প্রতিপাদ্যেকে সামনে রেখে র‍্যলী ও শেষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং ত্রান মন্ত্রনালয় এসভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভুমিকম্পে ও অগ্নিকাণ্ডে করনীয় বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সিরাজ উদ্দিন, রামগতি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ মুর্তজা আল আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরফউজ্জামান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, রেড ক্রিসেন্ট উপজেলা টিম লিডার মাঈন উদ্দিন খোকন, উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফায়ার সার্ভিস, পুলিশ বিভাগ, আনসার বিডিপি, স্কাউট সদস্যবৃন্দ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে